আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীবা ক্যাম্পাসে আসতে শুরু করেছে

আগের সংবাদ

আশুলিয়ায় বেতন বৃদ্ধি ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি

পরের সংবাদ

আশুলিয়ায় সড়ক র্দুঘটনায় অজ্ঞাত যুবক নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩০ অপরাহ্ণ, ২১/০৬/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক র্দুঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় এই সড়ক র্দুঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, স্থানীদের খবরের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বাস বা ট্রাক চাপায় এই যুবক নিহত হয়েছে। তবে যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি ও তার পোশাক আশাক দেকে মানসিক প্রতিবন্ধি বলে মনে হচ্ছে। তবে যুবকের পরিচয় জানার চেষ্ঠা চলছে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।