আশুলিয়ায় চুরি যাওয়া '৩৭ দিনের শিশু' উদ্ধার, আটক ২

আগের সংবাদ

আশুলিয়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু: আটক ৩

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৫৪ অপরাহ্ণ, ০৭/১২/২৪

সাভারের আশুলিয়ায় শিমুল সরদার আবির (২৮) নামের এক পোশাক শ্রমিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশ আটক করেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। 

এর আগে শুক্রবার রাত ৯ টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিন-পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিমুল সরদার যশোরের অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামক পোশাক কারখানায় কাজ করতেন।

তদন্ত স্বার্থে এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনের নাম-পরিচয় জানায় নি পুলিশ।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯ টার দিকে নতুন ইপিজেডের পিছনে ভাদাইলের দক্ষিন-পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে দাড়িয়ে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থা শিমুলকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।