সব
ঢাকার সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকার সেনা শপিং কমপ্লেক্স থেকে তাঁকে আটক করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে সন্ধ্যার দিকে তাকে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব-৪।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
এ সময় তিনি জানান, র্যাবের পক্ষ থেকে আটক গোলাম মোস্তফাকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।