নিখোঁজ কলেজ শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

আগের সংবাদ

আশুলিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

পরের সংবাদ

আবারও অসহায়-কর্মহীনদের পাশে ব্যারিস্টার ইমাম হাসান

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৫৪ অপরাহ্ণ, ১২/০৮/২১

ঢাকা জেলা যুবলীগ উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চরম বিপর্যয়ে পড়া গরিব-অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার মোঃ ইমাম হাসান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় আলিয়া মাদ্রাসার মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে আড়া্ইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, লবন ও তেল প্রভূতি। এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকালের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ব্যারিস্টার মোঃ ইমাম হাসান ভূঁইয়া বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনানুযায়ী করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকেই আমি মানুষকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও বার্তা প্রদান, সচেতনতা মূলক সভা-সেমিনার আয়োজন, অনলাইন টকশো, মসজিদে-মসজিদে মাইকিং করে আসছি। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ, দরিদ্র মানুষের বাড়ীতে-বাড়ীতে খাবার পৌঁছে দেয়া, পিসিআর ল্যাব স্থাপন, করোনায় মৃত লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া, ভ্যাকসিন সম্পর্কে সকলকে সচেতন করে তোলাসহ বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) আড়ইশ পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেছি।

এ সময় তিনি আরও বলেন, গত জুলাই মাস থেকে আমার ‘ল’ চেম্বারকে করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্টে রুপান্তিত করা হয়েছে। যেখানে সেচ্চা শ্রমে সবাইকে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। ভয়াবহ করোনার এই প্রভাব যতদিন থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম চলবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এমারত হোসেন ভূঁইয়া, আউয়াল ভূঁইয়া, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী সহ আরো অনেকে।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনায় ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।