আবারও পথশিশুদের পাশে লায়ন মোঃ ইমাম হোসেন

আগের সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৭

পরের সংবাদ

সাভারে ৪ সাংবাদিক করোনায় আক্রান্ত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:১১ অপরাহ্ণ, ০৮/০৬/২০

সাভারে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীরাও মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না।

আজ সোমবার পর্যন্ত সাভারে ৪ জন সাংবাদিক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন চৌধুরী (খোকা)।

আক্রান্তদের বেশিরভাগই ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। এদের মধ্যে এনটিভি সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি ওপু ওহাব ও যমুনা টিভির ওমান প্রতিনিধি এইচএম হুমায়ন কবির রয়েছেন। এছাড়াও প্রিন্ট মিডিয়ার মধ্যে দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি ওমর ফারুক আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে অনেকে বাসায় ও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

সাভারে আক্রান্ত সাংবাদিকদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। ফলে সংবাদকর্মীরা করোনাভাইরাস বহন করলেও সেটি জানছেন না।

অক্রান্ত সকলে সাভার-আশুলিয়াসহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।