সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জিরাবোতে একটি খাবার তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বুধবার সকাল ৬ টার দিকে আশুলিয়ার জিরাবো ইফাদ মাল্টি প্রোডাকস গ্রুপের কেক, চনাচুর ও চিপসসহ খাবার তৈরি কারখানার ৩ তলা ভবনের ৩য় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র সেশ্টন কর্মকর্তা আবদুল হামিদ জানান, সকালে হঠাৎ করে কারখানায় ৩ তলা থেকে আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে প্রথমে আশুলিয়ার ডিইপিজেডের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আর সাভার থেকে আরও দুইটি ইউনিট যোগ দেয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন।
কারখানার পরিচালক তানভীর আহমেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমান বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। কি পরিমান মালামাল ছিলো ও যন্ত্রপাতির ক্ষয় ক্ষতি সব হিসাব করে মুলত ক্ষতির পরিমান দাড়াবে। তাই এখনি কিছু বলা সম্ভব নয়।