সব
এক্সপ্রেস প্রতিবেদক:
শহিদুল্লাহ মন্সী সভাপতি ও আব্দুল খালেক মোল্লা সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার রাতে সেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সায়েম মোল্লার সাক্ষরিত কমিটির তালিকা গণমাধ্যমে কে প্রেরণ করা হয়। এছাড়া সেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
শহিদুল্লাহ মুন্সীকে সভাপতি ও আব্দুল খালেক মোল্লাকে সাধারণ সম্পাদকসহ ১৬জনকে বিভিন্ন পদে রাখা হয়। এছাড়া মোঃ হেলাল ইদ্দিনকে ঢাকা জেলা কমিটিতে সম্পাদক হিসেবে অন্তভুক্ত করা হয়।
সেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা কমিটির নতুন সভাপতি প্রধানমন্ত্রী, সংগঠনটির সভাপতি ,কেন্দ্রীয় নের্তৃবৃন্দ ও ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দলটির থানা কমিটিতে আহবায়ক হিসেবে কাজ করছি। সফল ভাবে দায়িত্বপালনে হাইকমান্ড আমাকে সভাপতি করেছেন। সংগঠনের প্রতিটি আদেশ মেনে থানা কমিটিকে সুসংগঠিত রাখতে যা করা প্রয়োজন তাই করে যাবোা। এছাড়া আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে কাজ করে যাবেন।