সব
এক্সপ্রেস প্রতিবেদক:
২৮ই মার্চ আশুলিয়া প্রেস ক্লাবের ৫ম দ্বি বার্ষিক নিবার্চনে কঠোর ও শক্ত ভূমিকায় রয়েছে নিবার্চন কমিশন। এছাড়া ভোটার ও প্রার্থীদের মাঝে আস্থা তৈরিতে অনেকটাই সফল এ নিবার্চন কমিশনার। এছাড়া প্রেস ক্লাবে নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য করতে বদ্ধ পরিকর। প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ ৯ ও ১০ এ অনুসারে নিবার্চন কমিশন চেয়ারম্যান ও তিন সদস্যের মাধ্যমে গঠিত হয়েছে নিবাচন কমিশন। নির্বাচনের কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে সাভার উপজেলার নির্বাহী অফিসার আবু নাসের বেগ। অপর তিন সদস্য হলেন-এ এইচ মিলন, জাকির হোসেন ও অপু ওহাব। তারা তিনজনই সিনিয়র সাংবাদিক ও আশুলিয়া প্রেস ক্লাবের সদস্য। গত ১১ তারিখের কার্যনির্বাহী সভা ও ২৪ তারিখ সাধারন সভায় আনুষ্ঠানিক ভাবে নিবার্চন কমিশন হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ আবু নাসের বেগ: আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাভার উপজেলার এই নির্বাহী অফিসার। যোগদানের পর থেকে কাজের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছেন সাহিত্যমনা এই মানুষটি। তবে নরম হৃদয়ের মানুষটি কাজ ও আইনের ক্ষেত্রে বেশ সোজাসাপটা। অন্যায়কে কোন পরিস্থিতিতেই প্রশয় দেন না। নিয়মনীতির ক্ষেত্রে শতভাগ দায়িত্ববান। শত ব্যস্ততার মাঝেও প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রম সময়মেতা পালন করে যাচ্ছেন এই অফিসার। সে পরিচয় ইতিমধ্যে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্য বা ভোটার ও প্রার্থীরা দেখেছেন। ফলে আশুলিয়া প্রেস নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ট ও নিরেপেক্ষ হবে এমন দাবী সবার।
এ এইচ মিলন: তীক্ষ বুদ্ধিমান এই ব্যক্তি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় কর্মরত রয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্রসহ জটিল সব ধরনের কার্যক্রমে সহজে সুষ্ট সমাধানের জন্য রয়েছে ব্যাপক সুনাম। রয়েছে নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা। ফলে নির্বাচন নিয়ে দ্বিমতের কোন সুযোগ নেই বলে দাবী ভোটার ও প্রার্থীদের।
জাকির হাসান: হাস্যউজ্জ্বল মানুষ হিসেবে জাকির হাসান বেশ পরিচিত।তিনি জনপ্রিয় চ্যানেল আই টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। মিষ্টি আলাপী এই সরল ও সিনিয়র সাংবাদিক এর আগেও সভাপতি পদে নিবার্চনের অভিজ্ঞতা রয়েছে। ফলে নির্বাচনী অভিজ্ঞতা ও প্রার্থী-ভোটার উভয়ের গ্রহণযোগ্যতা ও আস্থার জায়গায় পরিনত হয়েছেন নির্বাচন কমিশনের অন্যতম এই সদস্যের প্রতি।
অপু ওহাবঃ কঠোর নীতি বিশ্বাসী এই ব্যক্তি চ্যানেল ২৪ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে। দায়িত্ববান এই ব্যক্তি যে কোন পরিস্থিতি মোকাবেলায় রয়েছে বিশেষ গুন ও আস্থা। রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা। ফলে নির্বাচন সুষ্ট ও নিরেপক্ষ হবে এমনটাই প্রত্যাশা সকলের।
এছাড়া আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচনকে উৎসব মুখর করতে নির্বাচন কমিশন হাতে নিয়েছে নানা আয়োজন ও কর্মসূচী। পাশাপাশি নিয়ম ও আইনের প্রতি কঠোর ভূমিকা পালন করছেন। তার প্রমাণ মেলে কয়েক প্রার্থীকে নিয়ম লঙ্গন করায় আর্থিক জরিমানার মাধ্যমে । প্রতিনিয়িত নজরদারী করোছন নির্বাচনী কাযক্রমের দিকে। তাছাড়া নিবার্চন সম্পর্কিত খবরা খবর সার্বক্ষনিক ভাবে দিক নির্দেশনাসহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন।