আশুলিয়ায় ঝুট গুদামে অগ্নিকান্ড

আগের সংবাদ

সাভারে সিআরপিতে উন্মুক্ত দিবস পালন

পরের সংবাদ

আশুলিয়ায় বাসা বাড়িতে আগুন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:১৯ অপরাহ্ণ, ০২/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার ডিইপিজেড এলাকায় একটি বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকায় রহমান হোসেনের টিনশেট বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কাচাঁ ঘর থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে একটু বেগ পেতে হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও বলা যাচ্ছে না। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।