সাভারে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকার মৃতদেহ উদ্ধার, স্বামী আটক

আগের সংবাদ

সাভার হেমায়েতপুর থেকে গাবতলী পযন্ত দীর্ঘ যানযট

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজির প্রতিবাদে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:২৪ অপরাহ্ণ, ২৫/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে জিরানী-গোহাইলবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পরিবহন শ্রমিকরা। এদিকে এ ঘটনার জের ধরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন মটর চালকলীগের সভাপতি রুবেলকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে আশিুলিয়ার জিরানী-গোহাইলবাড়ি সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পরিবহন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, এই সড়কটিতে শিমুলিয়া ইউনিয়ন মটর চালকলীগের সভাপতি রুবেলের নেতৃত্বে প্রতিনিয়ত বিভিন্ন হারে চাদা আদায় হয়। পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় চাদার টাকা দিতে অস্বিকৃতি জানালে তাদের নিজ অফিসকক্ষে নিয়ে বিভিন্ন ভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

ভোক্তভোগি শ্রমিকরা বিভিন্ন মহলে র্দীঘদিন ধরে বিষয়টি জানিয়ে আসলেও কোন সমাধান না হওয়ায় বাধ্য হয়েই শ্রমিকরা সড়কে নেমে এ কর্মসূচি পালন করে। এদিকে এই ঘটনার জের ধরে অভিযুক্ত রুবেলকে আটক করেছে আশুলিয়া খানা পুলিশ। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।