সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নুর আলম (২৪) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার করিম মোল্লার ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
নুর আলম রংপুর জেলার গঙ্গাচড়া থানার ভুকতা গ্রামের আনারোল ইসলামের ছেলে। সে স্ত্রী মঞ্জিরা বেগমের সাথে কাঠগড়া এলাকায় করিম মোল্লার বাড়িতে থাকতো ও সাউদান গার্মেন্টসের পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বিকেলে নুর আলম ও তার স্ত্রী মঞ্জিরার সাথে তর্কবিতর্ক হয়। এসময় মঞ্জিরা রাগ করে বাসার বাহিরে চলে যায় এবং নুর আলম দরজা ভিতরে থেকে দরজা বন্ধ করে রাখে। পরে প্রতিবেশীদের সন্দেহে হলে দরজা খুলে নুর আলমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।