আশুলিয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষ; নিহত ১ ও আহত দুই

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় আর্মড পুলিশের দুটি গাড়ির সংঘর্ষ: ১৫ পুলিশ সদস্য আহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩৮ অপরাহ্ণ, ১৬/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার নবীনগরে দুইটি আর্মড ব্যাটালিয়ান পুলিশের বহনকারী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত আনুমান ৯ টায় এ্ই দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার এস আই বাবুল শরীফ জানায়, আর্মড পুলিশের সদস্যরা সাভার থেকে রাতের পালার কাজে যোগ দিতে বাইপাইল আসছিল। এসময় তাদের বহনকারী বাসটি ব্রেক ফেল করে আরেকটি বাসের পেছনে স্বজোরে ধাক্কা মারে। এসময় বাসে থাকা আর্মড পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন। তার মধ্যে ইউনুস ও লতিফ নামের দুই পুলিশ সদস্য অশঙ্কাজনক হলে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।