সাভারে দুদুকের গণ শুনানী অনুষ্ঠিত

আগের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ; স্বামী পালতক

পরের সংবাদ

আশুলিয়ায় আটক দুই জেএমবিকে আদালতে প্রেরন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৪ অপরাহ্ণ, ০৯/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় র‌্যাবের হাতে আটক দুই জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর একটার দিকে আশুলিয়া থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে। এর আগে সকালে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা( মামলা নং-২০) দায়ের করে র‌্যাব।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের হাতে আটক রফিকুল ইসলাম ওরফে জুনায়েদ ও ইমরান হোসনেকে তদন্তের সার্থে রিমান্ড আবেদন করা হয়েছে। আশা করি তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

তিনি আর জানান, প্রাথমিকভাবে তারা হরকাতুল জিহাদের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে।