মসজিদের টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, আহত ৬

আগের সংবাদ

নবাবগঞ্জে কাচ্চি ডাইনসহ ৪ হোটেল মালিককে অর্থদণ্ড

পরের সংবাদ

আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:৩২ অপরাহ্ণ, ০২/০৪/২৩

আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে? তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। সাতক্ষীরায় দরিদ্রদের মধ্যে শাড়ি বিতরণকালে লাঞ্চিত হওয়া এক বৃদ্ধ নারী এমনই কথা জানান।

সম্প্রতি সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে ঘিরে ওই ভিডিও ভাইরাল হয়। সেটি বিতরণকালে মারধরের শিকার হন ওই নারী। শাড়ি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা ব্যক্তিটি মীর হাবিবুর রহমান বিটু।

ভাইরাল হওয়া এ ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ঈদ উপলক্ষ্যে শাড়ি বিতরণ করা হচ্ছিল। যেটি বিতরণ করছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু।

আর লাঞ্ছিত হওয়া ওই নারীর নাম মর্জিনা বেগম। তিনি শহরের মুনজিতপুর এলাকার বাবুলের স্ত্রী।

লাঞ্ছিত মর্জিনা বেগম বলেন, প্রতি বছর রমজানে মীর হাবিবুর রহমান বিটু শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। আমি বিগত কয়েক বছর ধরে শাড়ি নিয়ে থাকি।

মর্জিনা বলেন, এ বছর শাড়ি বিতরণকালে আমি শাড়িতে হাত বাড়িয়ে দিলে আচমকাই আমার মাথায় তিনটি বাড়ি মেরে আমাকে লাঞ্ছিত করেন। পরে তিনি আমাকে শাড়িটিও দেন। আমরা গরিব, আমাদের মারের বিচার কে করবে? তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।

এসব বিষয়ে জানতে অভিযুক্ত মীর হাবিবুর রহমান বিটুর নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধাকে মারধরের ভিডিওটি দেখেছেন, ভিডিওটি অনেক আগের বলে তিনি দাবি করেন। সম্প্রতি পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের কমিটি গঠন কেন্দ্র করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছে।

তিনি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে হাবিবুর রহমান বিটুর বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।