'বঙ্গবন্ধু ফাউন্ডেশন' কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত

আগের সংবাদ

টেকনাফে পাহাড় ধসে ৫ ভাইবোন নিহত

পরের সংবাদ

করোনার সংক্রমণ রোধে আশুলিয়ায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪২ অপরাহ্ণ, ১৫/০৭/২১

বশির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সময় সীমা বছর পেরিয়ে গেলেও এর প্রোকপ এখনোও কমেনি, বরং সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। এ অবস্থায় মানুষের মাস্ক পরাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেন স্টার ভিলেজ ডক্টর’স ফার্মেসী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেন তারা।

স্টার ভিলেজ ডক্টর’স ফার্মেসী ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান খন্দকার হাসিবুর রহমান লিমনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সন্মানিত উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া।

স্টার ভিলেজ ডক্টর’স ফার্মেসী ফাউন্ডেশনের মহাসচিব জাহিদ হাসান শিকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

করোনার এই ধাপ মোকাবিলায় স্টার ভিলেজ ডক্টর’স ফার্মেসী ফাউন্ডেশনের উদ্যোগের মধ্যে রয়েছে-করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক বৈঠক, জন সাধরাণের সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সহ করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ।