তীব্র শীতে থেমে নেই আশুলিয়ার শ্রম বিক্রির হাট

আগের সংবাদ

সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ

পরের সংবাদ

আশুলিয়ায় কার্টন ফ্যাক্টরিতে আগুন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৫৫ অপরাহ্ণ, ২৩/১২/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার দুপুর ১ টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে রোববার রাত সাড়ে ১০দিকে দিকে আশুলিয়ার গোহাইলবাড়ির রণস্থল এলাকায় বাবুলের মালিকানাধীন একতা বোর্ড মিল ফ্যাক্টরিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কি পরিমাণ ক্ষয় ক্ষতির হয়েছে তা জানা যায়নি।

তিনি আরো বলেন, কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।