আশুলিয়ায় থানা শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলা

আগের সংবাদ

সাভারে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পরের সংবাদ

আশুলিয়ায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত ছাগলের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:০১ পূর্বাহ্ণ, ০৪/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাগলবাহী ট্রাক ও খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন আহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা গেছে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শনিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকে থাকা ছাগলের মালিক হাসানুর জামান, ঢাকার গাবতলীর হাটে বিক্রি জন্য যশোর থেকে ২৫০টি ছাগল নিয়ে আসছিলেন তিনি। হাটাৎ আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। এছাড়া ট্রাকটির চালক ও সহযোগীকে আহত হয়৷

আশুলিয়া থানার এসআই আজিজুল বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানোর চেষ্টা চলছে। পাশাপাশি এ সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।