এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার মরাগাং এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
আশুলিয়া থানার উপ পরিদর্শক জয়ন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটি সড়িয়ে যানচলাচলে স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।