সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নিরিবিলি এলাকায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় মরিয়ম নামের তিন বছরের এক শিশু নিহত। এঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা আজাদ ও মা আরজু। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন জাফরগঞ্জ গ্রামে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
পুলিশ জানান, সকালে শিশু মরিয়ম, তার বাবা ও মা একটি অটোরিক্সসায় যোগে নবীনগর যাচ্ছিল । এসময় নিরিবিলি এলাকায় এসে পৌছলে মাটিবাহী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে পরিবারের সবাই ছিটকে পরে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মরিয়মকে মৃত ঘোষনা করে। মা ও বাবা অবস্থা অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে।