বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

আগের সংবাদ

ইসলামে প্রতারণার শাস্তি কি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২৯ অপরাহ্ণ, ২২/১০/২৫

ইসলাম এমন একটি জীবন বিধান, যা মানুষকে সত্য, ন্যায় এবং সততার পথে পরিচালিত করে। পৃথিবীর ইতিহাসে অসংখ্য বিধর্মী ইসলামের এই শ্বাশত সত্য ও মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে সত্যের পথে অবগাহন করেছেন। একজন মুমিন মুসলমানের হৃদয়ে সত্যের চিরন্তন শিখা প্রজ্বলিত থাকে, কারণ তারা জানে সত্য এনে দেয় সাফল্য, আর মিথ্যা ও প্রতারণা ডেকে আনে ক্ষতি ও ধ্বংস। শয়তানের মূলমন্ত্র যেখানে প্রতারণা ও প্রবঞ্চনা, সেখানে স্বচ্ছ লেনদেন ও সঠিক বেচাকেনায় মুসলমানদের জন্য রয়েছে অফুরন্ত শান্তি ও কল্যাণ।

মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, হযরত মুহাম্মদ (সাঃ) ধোঁকা ও প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইরশাদ করেছেন, “যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে সে আমাদের (মুসলিমদের) অন্তর্ভুক্ত নয়।” (সহীহ মুসলিম)। এই হাদিসটি স্পষ্ট করে দেয় যে, প্রতারণা ইসলামের মৌলিক চেতনার পরিপন্থী এবং এটি মুসলিম পরিচয়ের সঙ্গে বেমানান।

যারা লেনদেনে অসততা অবলম্বন করে এবং মাপে কম দেয়, তাদের বিষয়ে পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি এসেছে। সূরা মুতাফফিফিনে (১-৭ আয়াত) বলা হয়েছে: “যারা মাপে কম করে, তাদের জন্য রয়েছে দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণমাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে, সেই মহাদিনে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বপালনকর্তার সামনে। এটি কিছুতেই উচিত নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে।” এই আয়াতগুলো ইঙ্গিত করে যে, সামান্যতম অসততাও আখিরাতে ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে অন্যের হক নষ্ট করলে ইহকালে এর যথাযথ সমাধান না হলে পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যদি কেউ অন্যের হক নষ্ট করে থাকে এবং সমঝোতা করতে চায়, তবে যার হক নষ্ট করা হয়েছে, তার সঙ্গেই সমঝোতা করতে হবে। অন্যথায়, পরকালে বিচারের দিনে মহান আল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে প্রতারণাকারীদের নেকিগুলো সেই ব্যক্তিকে দিয়ে দিতে বলবেন, যার সঙ্গে ধোঁকা বা প্রতারণা করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতারিত ব্যক্তির গুনাহগুলো ধোঁকাবাজ-প্রতারকের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এর ফলে প্রতারক ব্যক্তি আমলহীন ও নিঃস্ব হয়ে পড়বে এবং পরিণামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।