সব
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড়ের সুযোগ নিয়ে রোগীদের স্বর্ণের গহনা, মানিব্যাগসহ টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ওই তিন নারীকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অনেক রোগী সেবা নিতে আসেন। হাসপাতালের সার্ভিস লাইন ও বহির্বিভাগে রোগীদের ভীড় লেগেই থাকে। এই ভীড়ের সুযোগ নিয়ে দীর্ঘ দিন ধরে রোগীর স্বর্ণের গহনা, মানিব্যাগ ও অর্থ চুরির ঘটনা ঘটে আসছিল। আজ হাসপাতালে তিনজন নারীর সন্দেহজনক চলাফেরা দেখে হাসপাতালের কর্মীরা তাদের নজরদারিতে রাখেন। পরে সন্দেহজনক আটকের পর সিসিটিভি ক্যামেরা দেখে তাদের আটক করে হাসপাতালের কর্মীরা। এঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইদুল ইসলাম বলেন, তিনজন নারী চোরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে প্রায়ই চুরি করতেন। আজ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই উম্মে হানি বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোর আটক করে রাখা হয়েছে এমন খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরব জানানো হবে।