অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে: ওষুধশিল্প সমিতি

আগের সংবাদ

সাভার-আশুলিয়া মিলিয়ে গঠন হতে যাচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৪৫ অপরাহ্ণ, ২০/১০/২৫

আশুলিয়ায় চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি আইয়ুব আলী শিকদার ওরফে কিলার শিকদার-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে অন্যান্য আসামীদের সাথে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আইয়ুব আলী শিকদার ওরফে কিলার শিকদার আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি দায়ের হওয়া একটি অপহরণ ও চাঁদাবাজির মামলার অন্যতম আসামি ছিলেন আইয়ুব আলী। এর আগেও তার বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার নবাব স্টেট এলাকায় প্রায় ২১ একর জমি জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রির চেষ্টা এবং জমির মালিকদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

মামলার বাদী মো. বসির হাওলাদার জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যায় আইয়ুব আলী সিকদার ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে। পরে মারধর করে ২১ হাজার ৫০০ টাকা আদায় করে এবং প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, ‘চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি আইয়ুব আলী সিকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ যাচাই করা হচ্ছে।’

এই বিভাগের সর্বশেষ