সব
ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। রোববার স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনার পর জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে,মুখোশ পরা তিন ব্যক্তি জাদুঘরের ভেতরে ঢুকে পণ্যবাহী লিফটে উঠে অ্যাপোলো গ্যালারিতে যায়।
তারা চেইন করাত নিয়ে এসেছিল এবং জাদুঘর থেকে অলংকারের ৯ টি আইটেম নিয়ে স্কুটারে করে পালিয়ে যায়। তবে এই ডাকাতির ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি।
পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী এক্সে লিখেছেন,“জাদুঘর খোলার ঠিক পরই ডাকাতি হয়। আমি ঘটনাস্থলে আছি, পুলিশ তদন্ত করছে।”
ল্যুভর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ কারণবশত আজকের (রোববার) জন্য জাদুঘরটি বন্ধ থাকবে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, “জাদুঘর থেকে কোনওকিছু নিয়ে যাওয়া হয়েছে কিনা তা আমরা জানিনা। ডাকাতির ঘটনায় কে জড়িত তা আমরা এখনও জানিনা, কীভাবে ডাকাতি হল তাও স্পষ্ট নয়। আমরা পরিস্থিতি নজরে রাখব।”
ফ্রান্সের ল্যুভর বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর। বর্তমানে জাদুরটিতে প্রদর্শনীর জন্য রাখা আছে ৩৫ হাজারের বেশি চিত্রকর্ম, যার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা অন্যতম।দৈনিক জাদুঘরটি পরিদর্শন করতে যায় প্রায় ৩০ হাজার দর্শণার্থী।