জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

আগের সংবাদ

আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের

পরের সংবাদ

সাভারে বাস চাপায় পথচারীর মৃত্যু

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:০৭ অপরাহ্ণ, ১৫/১০/২৫

সাভারে সড়ক পারাপারের সময় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় নজরুল ইসলাম (৬৬) নামের একজনের মৃতূর ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬৬) নীলফামারী জেলার ডোমরা থানার শেওটগাড়ী এলাকার মৃত ওসমান গনির ছেলে। তিনি পেশায় একজন কৃষক। তিনি ঢাকায় তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানায় পুলিশ। তবে প্রাথমিকবাবে আটক বাস চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বাস রাস্তা পারাপারে সময় নজরুল ইসলামের নামের ওই ব্যক্তিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও বাসের চালকক আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং বাস ও বাসের চালককে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ