আফগানিস্তানের ১৫-২০ জনকে হত্যা, ৬ ট্যাংক ধ্বংসের দাবি পাকিস্তানের

আগের সংবাদ

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৭৫৮

পরের সংবাদ

বেশি লবণ মানেই বেশি বিপদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:০৬ অপরাহ্ণ, ১৫/১০/২৫

 অতিরিক্ত লবণ শরীরের রক্তচাপ বাড়ায় এবং হার্ট, কিডনি, এমনকি মস্তিষ্কের জন্যও ঝুঁকিপূর্ণ।

✅ গুরুত্বপূর্ণ তথ্য:

  • WHO-এর মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ গ্রাম (১ চা চামচ) লবণ যথেষ্ট।

  • বেশি লবণ খেলে হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, কিডনি ক্ষতি হতে পারে।

  • বেশিরভাগ মানুষ বুঝতেও পারে না তারা প্রতিদিন কতটা লবণ খাচ্ছে, কারণ প্রসেসড ফুড (চিপস, সস, ফাস্টফুড)–এ অনেক লবণ লুকানো থাকে।

পরামর্শ:

  • খাবারে লবণ মেপে ব্যবহার করুন।

  • বাজারের সস বা চিপস কম খান।

  • রান্নায় লবণের বদলে লেবু, ধনে পাতা, আদা বা মরিচ ব্যবহার করে স্বাদ আনতে পারেন।