যমুনার ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে ৫ গ্রাম

আগের সংবাদ

ইমান ও উত্তম চরিত্রে পূর্ণাঙ্গ মুসলমান

পরের সংবাদ

দেশজুড়ে শুরু হচ্ছে বিকেএসপির প্রতিভা অন্বেষণ কার্যক্রম

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৫৮ অপরাহ্ণ, ১৫/১০/২৫

দেশের লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আসছে বিকেএসপির নতুন উদ্যোগ “গোল ও ছক্কার ফুলঝুড়ি”। আগামী ২৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে সারাদেশে একযোগে শুরু হবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে অনূর্ধ্ব-১৬ বয়সী ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।

বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র — দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।

প্রতিটি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে ২ জন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তীতে আগামী ১ নভেম্বর ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব।

বিকেএসপি কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা।

আগ্রহী খেলোয়াড়দের (শুধুমাত্র বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নিকটস্থ ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম বলেন, এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি দেশের ক্রীড়া অঙ্গনে একটি সময়োপযোগী উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার বা স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

তিনি আরও জানান, বাছাইকৃত খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করে একটি ডাটা ব্যাংক তৈরি করা হবে, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে বিকেএসপিতে তাদের জন্য বিশেষ ক্যাপসুল প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

এই বিভাগের সর্বশেষ