সব
জেগে ওঠো বাংলার বিবেক এই স্লোগান কে সাথে নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আশুলিয়া শাখা কমিটি গঠন করা হয়েছে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজুকে সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মুহাম্মদ ইয়াসিন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আশুলিয়া থানা কমিটি গঠন করা হয়।
সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১ টায় আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় ফিউচার মেডিকেল ট্রেনিং সেন্টারে এক সভার মধ্য দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
আশুলিয়া থানা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম স্বপন, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাজু , যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাচার পত্রিকার শাকিল আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন সরকার, দপ্তর সম্পাদক বাংলাদেশ বুলেটিন এর স্টাফ রিপোর্টার শাকিব আসলাম।
এছাড়াও অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদুর রহমান রুবেল, প্রচার সম্পাদক সেকান্দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মো,সোহাগ হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির নয়ন মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার আলী হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক জাগো জনতা পত্রিকার আসমা আক্তার বিথী, কার্যকরী সদস্য দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার মোঃ তারা মিয়া, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি শামসুল আলম মামুন বিশ্বাস।
এছাড়া সদস্য হিসাবে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ ডটকম এর আশুলিয়া প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সময়ের কথা পত্রিকার নাজমুল ইসলাম, আমাদের বাংলাদেশ ডটকম এর আবু সাইদ।
এ সময় বক্তারা সংগঠন কে গতিশীল করতে তাদের মুল্যবান মতামত প্রদান করেন