তফসিল ঘোষণা পর আশুলিয়ায় আ.লীগের আনন্দ মিছিল

আগের সংবাদ

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ যুবক দগ্ধ

পরের সংবাদ

তফসিল ঘোষণা করায় আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫৯ পূর্বাহ্ণ, ১৬/১১/২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় এবার আশুলিয়ায় আনন্দ মিছিল করেছে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের নের্তৃত্বে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ আনন্দ মিছিল করা হয়। এসময় শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগও মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার নবীটেক্সটাইল থেকে শুরু হয়ে জিরানী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ।

শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মধুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন পালোয়ান, সহ-সভাপতি ইমরান পালোয়ান কাদের, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব পরামানিক প্রমুখ।

এসময় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারাইজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আজিম রহমান, শিমুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মো: আজাহার, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহ আলম, সাভার উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো: রাব্বি হাসান, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নেওয়াজ পালোয়ান সহ শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে নির্দেশনা অনুযায়ী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছি। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহনমূলক হবে।