অবরোধে গাড়ি চালাতেই মিলছে খাবার

আগের সংবাদ

আশুলিয়ায় ৫৬ রাউন্ড গুলিসহ তিনটি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

পরের সংবাদ

পদত্যাগ করেছেন ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:২৪ অপরাহ্ণ, ০৮/১১/২৩

সাভার উপজেলার স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন।

বুধবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এর আগে আজ বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে তার পদত্যাগপত্র জমা দেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

 

এ বিষয়ে স্বর্নিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, পদত্যাগ পত্র জমা দেয়ার পর থেকেই আমি সাবেক চেয়ারম্যান হয়ে গেছি। এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

কি কারণে পদত্যাগ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে-এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, হ্যাঁ। আমি জনগণের জন্যই রাজনীতি করি। সাভারের জনগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে আমাকে দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণেই আমি দলের মনোনয়ন চাইবো।

উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসন, সাভার ও আশুলিয়া এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাইফুল ইসলাম। তারই অংশ হিসেবে এই পদত্যাগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।