সব
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, বিগত দিনে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তারা নগরীকে পরিকল্পিতভাবে সাজাতে ব্যর্থ হয়েছেন। আমি দেখেছি অপরিকল্পিতভাবে বর্ষা মৌসুমে রাস্তার কাজ করা হয়, যার ফলে রাস্তাগুলো বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। জনভোগান্তিতে পড়ে নগরবাসী। তাই আমি নির্বাচিত হলে সকলের পরামর্শ গ্রহণ করে পরিকল্পিত সিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ।
শনিবার (২৭ মে) নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। ফুটপাতবিহীন রাস্তায় ফুটপাত তৈরি ও প্রয়োজনে বিদ্যমান ফুটপাত প্রশস্ত করা হবে। ফুটপাত ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিজয়ী হলে নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কে ওভারব্রিজ নির্মাণ ও ট্রাফিক সিস্টেমের উন্নয়ন করা হবে। প্রতিটি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সড়কের পাশে অত্যাধুনিক যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হবে। রাস্তাগুলো প্রয়োজন মতো প্রশস্ত করবো ও সড়ক দ্বীপের সৌন্দর্য বর্ধনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। আগামী ১২ জুন সিটি নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করলে নগরকে একটি মডেল নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ। আগামীকাল রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এই মেয়র প্রার্থী।
পথসভা ও জনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতি আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মো. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মাহাদী হাসান মুন্না প্রমুখ।