ইন্টারনেট ব্যবসা দখল নিতে সন্ত্রাসী হামলা,আহত দুই

আগের সংবাদ

আশুলিয়ায় কার্ভাডভ্যান খাদে পড়ে ড্রাইভার নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় আধিপত্য বিস্তারে কুপানোর ঘটনায় মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত :১২:০৪ পূর্বাহ্ণ, ০৩/১০/২২

সাভারের আশুলিয়ায় জোরপূর্বক ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ও আধিপত্য বিস্তার করতে সশস্ত্র হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার (০২ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।

এরআগে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পরে শনিবার (০১ অক্টোবর) রাতে মামলা দায়ের করেন বকুল ভূঈয়া।

মামলায় আসামিরা হলেন- তমিজউদ্দিন মীরের ছেলে সুমন মীর (৩০), শাহিন (২৮), ইমরান (৩০), আইয়ুব (২৪), রশিদ (২৫) ও সোহান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯ টার দিকে জামগড়া মোড়ে আদর্শ কাচাঁবাজারে দেশীয় অস্ত্রসহ সুমন মীর, শাহিন, ইমরানসহ প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী প্রবেশ করে বাজারের নিরীহ মানুষদের মারধর করতে থাকে। পরে মারুফ ও হিরা তাদের বাঁধা দিতে গেলে তাকে মারধর করে কুপাতে থাকে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, গতকাল রাতে এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।