সব
চলমান রাজনীতি ও দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে বাজে মন্তব্য ও কটূক্তি করা নিয়ে ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে ধামরাই উপজেলা ছাত্রলীগের কার্যালয় বাথুলি এক্সেলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেবিসি এগ্ৰো ইন্ডাস্ট্রির সামনে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল রুবেল বলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।
এসময় অন্য বক্তারা বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ধামরাই থেকে ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে উল্লেখ করে তারা বলেন, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদের রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।