সব
আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধায় আশুলিয়ার ইপিজেড এলাকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে সাভার প্রতিনিধি মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক রকিব আহম্মেদ।
আশুলিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন দয়াল ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান।
এ সময় প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত হয়ে পত্রিকার উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করে অলোচনা করেন। পরে সবাই দৈনিক সময়ের কাগজের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
সবশেষে কেক কেটে সবার মাঝে মিষ্টান্ন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।