সব
চতুর্থবার বাবা হতে যাওয়ার আগে তৈমুরের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছেন সাইফ আলী খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, ছোট ছেলেকে নায়ক বানাতে চান।
সাইফের কথায়, ‘আমার মা শর্মিলা ঠাকুর ১৬ বছর বয়স থেকে অভিনয় করেন। আমিও খুব অল্প বয়সে বলিউডে পা দিয়েছি। আমার বোন সোহাও অভিনয় করে। আমার প্রথম স্ত্রী অমৃতা সফল অভিনেত্রী। দ্বিতীয় স্ত্রী কারিনা তো বলিউড ডিভা।’
‘আমার প্রথম সন্তান সারাও আজ অভিনেত্রী। প্রথম ছেলে ইব্রাহিম একেবারে তৈরি সিনেমায় পা রাখার জন্য।’
সাইফের কথায়, ‘সবার ট্রেন্ডই ফলো করবে তৈমুর। এখনই ও খুব জনপ্রিয়। আমি তাই আন্দাজ করতে পারি, তৈমুরও আমাদের মতো সিনেমায় আসবে। নায়ক হবে।’
সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর সেলিব্রিটি কিডস হিসেবে আসলেই খুবই জনপ্রিয়।