‘সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত প্রয়োজন’

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

পরের সংবাদ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৩০ অপরাহ্ণ, ০৮/১১/২০
আশুলিয়া দুই বাসের রেষারেষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়ক চেয়ে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও সহপাঠীরা।
রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল এলাকায় দুর্ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নিহতের বাবা ও স্বজনরা জানান, গত বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বাসচাপায় মারা যান নাকিব আহমেদ। ইতিহাস ও শতাব্দী পরিবহনের বাসের রেষারেষিতেই সড়কে প্রাণ দিতে হয়েছে নাকিবকে। এমন দূর্ঘটনায় আর যাতে কোন মায়ের বুক খালি না হয় সে জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এসময় নিহতের সহপাঠীরা সড়কে দক্ষ চালক, ট্রাফিক আইন ও ওভারস্পীড নিয়ন্ত্রণে পুলিশের আরো নজরদারি বাড়ানোর দাবী তোলেন।
নিহত শিক্ষার্থী নাকিব আহমেদ আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলার ইমান উদ্দিনের ছেলে।  সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্বের শিক্ষার্থী ছিলেন।