সব
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে মাদকদ্রব্য পাচারকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল হক (৩০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে র্যাবের দুই সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা, চার কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল ও একটি শর্টগান উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাব জানায়, বিরুলিয়ায় একটি চক্র মাদকদ্রব্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। কিন্তু মাদকবিক্রেতারা আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। পরে আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালালে আসাদুল নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের ছুড়া গুলিতে র্যাব-২ এর ডিএডি সিরাজ ও কনস্টেবল শফিককে আহত হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, নিহত মাদক ব্যবসায়ী মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।