সব
হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে ট্রাক চাপায় হাসিনা বেগম নামের এক পোশাক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ডে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
আহত ওই পোশাক শ্রমিক সাভারের বনপুকুর এলাকার খালেকের বাড়িতে ভাড়া থেকে গেন্ডা এলাকায় ডাইনামিক সোয়েটারে হেলপার পদে কাজ করতেন।
এলাকাবাসী জানায়, সকালে হাসিনা বেগম (২৬) রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার বাম পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল এন্ড কলেজ নিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।