সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস :
আশুলিয়ায় একটি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেল হাসান।
রোববার বিকেলে আশুলিয়ার দক্ষিন গাজিরচট মুন্সিপাড়া এলাকায় এ বাল্য বিবাহ বন্ধের ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার ইউসুফ আলীর ছেলে রানা (১৯) বর সেজে মেয়ের বাড়িতে হাজির হন। পাশের এলাকার ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে তার বিয়ে। এমন খবর ছাত্রীর সহপাঠীরা শুনে স্থানীয় মিডিয়া কর্মীদের জানায়। পরে মিডিয়া কর্মীরা বিষয়টি সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল হাসানকে অবহিত করলে তাৎক্ষনিক ভাবে এ বাল্য বিবাহ বন্ধের জন্যে ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে নির্দেশ দেন তিনি। পরে বিয়ে অনুষ্ঠানে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে হাজির হলে উভয় পরিবার সম্মতি হয়ে বিয়ে বন্ধ করে দেন।