সব
হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার আনারকলি বাস স্ট্যান্ডের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আট এলাসিন গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে রমিজ মিয়া (৩২) এবং অপরজন নরসিংদী জেলার রায়পুর হাট থানার পাহারতলী গ্রামের শহীদুল্লার ছেলে মিলন (২৪)।
এ ব্যাপারে আশুলিয়া থানার এএসআই মোঃ আঃ রাকিব খান ও খোকন মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলাদায়ের প্রস্তুতি চলেছে।