সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
ধামরাইয়ে ট্রাকচাপায় ঝুমুর আক্তার নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক সুজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ ।
রবিবার সকালে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ঝুমুর ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মো: লিটন মিয়ার মেয়ে।
এলাকাবাসি জানান, সকালে ঝুমুর তার বড় বোন বর্নার সাথে তেল, সাবান কেনার জন্য দোকানে যায়। দোকান থেকে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে আসা ইট ভর্তি ট্রাক ঝুমুরকে চাপা দিলে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্য হয়।
এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক মো: নাহিদ হাসান জানান, আমরা এলাকাবাসির ফোনের মাধ্যমে জানতে পারি ধাইরা এলাকায় ঝুমুর নামে ৩ বছরের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতর পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মূল ট্রাক ও ট্রাকের চালক মো: সুজনকে আটক করা হয়েছে।