সব
হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
সাভারে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় রাফিজা বেগম নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও এক শ্রমিক ।এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক রুবেল হোসেনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইলে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাফিজা বেগম সাভারের হেমায়েতপুরে এজে আই পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘাতক চালক কাভার্ড ভ্যান ও এর চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই নারী শ্রমিককে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথে রাফিজা বেগম মৃত্য হয়।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।