আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

আগের সংবাদ

সাভারে সড়ক দূর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩

পরের সংবাদ

আশুলিয়ায় বেসরকারী হাসপাতালে র‌্যাব অভিযান

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪৫ অপরাহ্ণ, ০১/০৯/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় বেসরকারী হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের লাইন্সেস না থাকার কারণে দুটি সিলগালা ও একটিকে জরিমানাসহ তিন হাসপাতালের মালিককে ১৪ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনন্যা মেডিসিন কর্ণার নামের এক ফার্মেসীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

শনিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, পলাশবাড়ী এলাকার হাবিব ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ও মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে র‌্যাব ৪ এর উদ্যোগে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম এর নেতৃতে অভিযান চালানো হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম বলেন, মেয়াদ উর্ত্তীন ওষুধ ও সার্জিক্যাল সহ নানান অনিয়মের দায়ে তাদের আর্থিক জরিমানাসহ সিলগালা করা হয়। এ সময় তিনি আরো জানান, পর্যায় ক্রমে সাভার ও আশুলিয়ার সব হাসপাতালে অভিযান পরিচলানা করা হবে।

অভিযান পরিচালনা করার সময় এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৪ সাভার কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম,ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মুহিদ ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা.দেওয়ান মেহেদী হাসান।