সব
ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে কিন্তু এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
রোববার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নে আড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ওমর আলী ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়ালিয়া বাজারে নিহত ওমর আলীর একটি মার্কেট রয়েছে। সেখানে আগে থেকেই বৈদ্যুতিক মিটার লাগানো রয়েছে। কিন্তু সম্প্রতি ভাতিজি জামাইরা সেখানে নতুন করে মিটার লাগায়। এ ঘটনায় দুপুরে তাদের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।