বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দুস্থদের পাশে ডিবি পুলিশ

আগের সংবাদ

সাভারে নিখোঁজের একদিন পর নদী থেকে লাশ উদ্ধার

পরের সংবাদ

সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:১৩ পূর্বাহ্ণ, ১৬/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস: 

সাভারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার ভোর রাতে সাভারের গেন্ডা রাজাবাড়ি এলাকায় সৌদি প্রবাসী নুর মোহাম্মদ এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই বাড়ির সদস্যরা জানায়, ভোর রাতে ফ্ল্যাটের তিন তলার একটি রুমের জানালার গ্রীল কেটে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। সকালে ডাকাতির খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসিনুল কাদির বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ