সব
হাসান ভূইয়া, আশুলিয়া:
জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর ৪৩ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার ফ্যান্টাসী কিংডম এর সামনে এ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সভাপতি আকবর হোসেন মৃধা সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুৃর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই মুজিব মানেই বাংলাদেশ। বাংলাদেশ যতো দিন থাকবে ততোদিন মুজিবুর রহমান নাম থাকবে। তার নাম কেউ মুছে ফেলতে পারবেনা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু, জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সহ-সভাপতি আকতারুজ্জামান তারেক, জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, ইয়ারপুর ইউপি আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দেওয়ান রাজু আহমেদসহ জাতীয় শ্রমিকলগীগ আশুলিয়া আঞ্চলিক শাখার অন্যান্য নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
পরে মিলাদ মাহফিল শেষে এক গণভোজের আয়োজন করা হয়।