আশুলিয়ায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

পরের সংবাদ

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪৮ অপরাহ্ণ, ১৩/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সবাইকে সরকারে প্রতি কতৃজ্ঞা প্রকাশ করতে দেখা যায়।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

এ সময় প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সাভার কলেজ সরকারীকরণ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন উন্নয়নের রোল মডেল তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ ইলিয়াস খাঁনসহ আরো অনেকে।