আশুলিয়ায় ছিতাইয়ের অভিযোগে এএসআইকে ক্লোজড

আগের সংবাদ

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা

পরের সংবাদ

আশুলিয়ায় শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৭ অপরাহ্ণ, ১৩/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঐ প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সোমবার বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বেধরক মারধর করে বিশ্ববিদ্যালয়ের ভিপি জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনী। তাদের অমানবিক নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভিপি জুয়েল ও তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকা-ে ক্যাম্পাসে অস্থিাতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে জুয়েলসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা ও ভিপি জুয়েল উভয় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।