সব
হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় হ্যাপি জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় চার শতাধিক পোশাক শ্রমিক, পথশিশু, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
মঙ্গলবার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন বিরতিহীন ভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।
হ্যাপি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রাশিদা বিনতে রিয়াজ (হ্যাপি) এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাহিদ হাসান, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ আলী আজম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ তানভীর আহমেদ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ জেবুন্নেসা সহ এই হাসপাতালের একদল চিকিৎসক।
এছাড়াও হ্যাপি জেনারেল হাসপাতালের ম্যানেজার মোঃ মুকুল হোসেন খান উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন।