আশুলিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

আগের সংবাদ

আশুলিয়ায় গণ পরিবহনের সংকট; শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

পরের সংবাদ

আশুলিয়ায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩২ অপরাহ্ণ, ৩১/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় গরু বাধাকে কেন্দ্র করে বাদশা নামের (১৩) এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই সরকার মিয়া। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের সদরপুর এলাকায় এ হতাকান্ডের ঘটনা ঘটে।  নিহত বাদশা মিয়া ওই এলাকার আব্দুল হানিফের ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মোঃ আব্দুল আওয়াল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার একটি মামালা দায়েরের প্রস্তাতি চলছে।