সব
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া
শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েক’শ শ্রমিক।
মঙ্গলবার সকাল থেকে জামগড়া এলাকার মেসার্স বাঁধন কর্পোরেশন লিমিটেড নামে কারখানার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। কারখানায় প্রায় ৪ শতাধিক শ্রমিক কমর্রত রয়েছে।
শ্রমিকরা জানায়, চলতি বছরের জুন মাসের বেতন বকেয়া পড়ায় জুলাই মাসের মাঝামাঝি সময় তারা কর্মবিরতি পালন করলে গত ১৯ জুলাই কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, কারখানাটির মালিক ও শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। এতে ৩০ জুলাই বেতন পরিশোধের লিখিত ঘোষনা দেওয়া হয়। কিন্তু গতকাল বেতন না দিয়ে ৩১ জুলাই থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে মালিকপক্ষ পালিয়ে যায়।
এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক আকতার হোসেন জানান, সাময়িক কিছু সমস্যার জন্য সময় মতো শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হয়নি। আশা করি আগামী মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন প্ররিশোধ করতে পারবো।